আপনার দক্ষতা/প্রতিভা কী?

1 Answers   9.2 K

Answered 2 years ago

আমি পোলাপাইন রে ভালো পড়াতে পারি। যার জন্য এলাকায় এক নাম "স্যার"।

ক্রিকেট মার্বেল ভালো খেলতে পারি। ছোটবেলার মার্বেলেতো সবাইকে মাঠের বাহির করে ছারতাম।

অংকে ভালো দক্ষতা আমার। এটা আমার কথা না, আমার ম্যাথ টিচারের কথা।

আঙ্গুল মুখের মধ্যে দিয়ে ছয় রকমের শিস বাজাতে পারি।

হিউজ পরিমাণে মোবাইল এডিটিং পারি যা আমার সহপাঠীরা এবং কিছুু ইউটিউবাররা বলেছেন। তাদের ভিডিও এবং ফটো এডিট করে দিতাম।

ও হ্যাঁ!! অংকে ১০০ তে ১০০ পাওয়ার দক্ষতাও রয়েছে আমার ঝুলিতে।

এলাকায় কারো মোবাইলের ফাংশন নষ্ট হলে এক নামে সবাই আমার কথা বলবে। অমুুকের কাছে নিয়ে যান।

আর হ্যাঁ ইলেকট্রিক্যাল কিছু দক্ষতা রয়েছে একবার আমাদের ঘরে কাজ করতে গিয়ে তিন দিন কারেন্ট ছিল না। হাহাহা,,,,

আমি জানি এগুলো তেমন একটা দক্ষতা না এগুলো প্রায় সবারই থাকে। আমার ব্যতিক্রম কোন দক্ষতা নাই,,,, আবার এগুলো পড়ে আপনাদের হাসিও আসতে পারে, বলতে পারেন, এগুলো কোন দক্ষতা হলো?

Talha Tolib
talhatolib
488 Points

Popular Questions