Answered 2 years ago
বোরিং। আসলে ডার্ক ওয়েব সম্পর্কে মানুষ যা ভাবে তেমন কিছু না। মানুষ ভাবে যে ডার্ক ওয়েবে ঢুকলেই এক রোমাঞ্চকর জগতে প্রবেশ করবে, যেখানে রাজ্যের অবৈধ জিনিস, প্রফেশনাল কিলার, ড্রাগ ডিলার দিয়ে ভরা। হ্যাঁ, এসবও থাকতে পারে ডার্ক ওয়েবে। কিন্তু সেজন্যে আপনাকে প্রচুর ঘাঁটতে হবে, খুঁজতে হবে, ধৈর্য্য ধরতে হবে। আমি কিছু সাইটে ঢুকলাম, চোরাই বই-টই দেখলাম (এগুলি আপনি সারফেস ওয়েবেও পাবেন), একজনের সাথে এ্যানোনিমাসভাবে চ্যাট করলাম। তারপর বের হয়ে আসলাম।
এই তো!
একটা কথা মনে রাখবেন, আপনি ডার্ক ওয়েবে যা যা পাবেন, তার প্রায় সবই সারফেস ওয়েবেই পাবেন। সারফেস ওয়েব, অর্থাৎ আমরা সাধারণভাবে যে ইন্টারনেট ব্যবহার করি, তাতে ইল্লিগাল অনেক কিছুই আছে। তবে ডার্ক ওয়েবে প্রাইভেসিটা ভালো, এই আর কী।
Rafid publisher