আপনার জীবনের ৫টি সঠিক সিদ্ধান্ত কী ছিলো?

1 Answers   14.4 K

Answered 2 years ago

যদিও আমি কোনো কেউকেটা নই যে আমার সঠিক সিদ্ধান্ত কারো কোনো কাজে আসবে তবুও এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে তাই দিতে চাই --

১) খুব কষ্ট হলেও অকারণ অপমান আর সন্দেহের হাত থেকে বাঁচতে আর নিজেকে প্রমাণ করতে আঠারো বছর আগে সব সব আত্মীয়দের থেকে ৫৬০ কিলোমিটার দুরে চলে যাওয়া।

২) মেয়েকে নিজের পায়ে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া। যেটা করতে পেরেছি সবার থেকে সরে গিয়ে। ( নইলে মেয়ে মানুষ আবার মানুষ নাকি!!)

৩)মাঝ বয়স থেকে শুরু করলেও প্রয়োজনীয় টুকু রোজগার করতে শুরু করা। (তার আগে বিশ্বাস ছিলো বরের শিক্ষা হবে এবং ও সঠিক পথে ফিরবে,কিন্তু সেটা হবার ছিলো না )

৪) মা মারা যাবার পরে ফিরে এসে বাবার ব্যবসার হাল ধরে বৃদ্ধ অসুস্থ বাবার দায়িত্ব নেওয়া! (ভাই না থাকার কারণে)

৫)এখনো বাবার বাড়িতে বাস করলেও নিজের নিজের জন্য একটা আস্তানা করে নেওয়া। যেখানে শেষ জীবন কাটবে বই আর নিজের সাথে, নিজের শান্তি তে!! আমি কাউকে বিরক্ত করবো না, না কেউ আমাকে।

বাকিটা ওপর ওয়ালার ইচ্ছে। শেষ জীবনে এতটুকু শান্তি তো আমার প্রাপ্য হয় ই ! তাই কি না??


Abdul Adi
abduladi
287 Points

Popular Questions