আপনার জীবনের সেরা ক্রয় কী ছিল?

1 Answers   7.1 K

Answered 1 year ago

আমার এই ছোট্র জিব‌নে অ‌নেক কিছুই তো কি‌নে‌ছি নিজহা‌তে। কিন্তু একবার একটা ইমকন পিল কি‌নে‌ছিলাম এক আপু‌কে দেবার জন‌্য। অ‌নেক লজ্জাকর ছিল বিষয়টা। কিন্তু কিন‌তে হ‌বে ইমকন। মা‌নে ইমার‌জে‌ন্সি কন্ট্রা‌সেপ‌টিভ পিল। অ‌নেক চিন্তা ভাবনা ক‌রে কেনার নিয়ত ঠিক করলাম এক‌দিন। চ‌লে গেলাম আমার উপ‌জেলা শহর থে‌কে ৫ কি‌লো দূ‌রের একটা এলাকায় বা‌সে চ‌ড়ে। নামলাম বাস থে‌কে। বিশ্ব‌রো‌ডের পা‌শে বাসস্ট‌্যা‌ন্ডে বড় বড় ঔষ‌ধের দোকান মা‌নে ফা‌র্মে‌সি। কিন্তু লজ্জায় ফা‌র্মে‌সি‌তে যে‌তে পা‌রি নি। তারপর প্রায় আধা ঘন্টা অ‌পেক্ষা ক‌রে, বাজা‌রের ভিত‌রে ছোট একটা দোকান থে‌কে দুইটা ইমকন কিনলাম। না দেখার ভান ক‌রে। দোকানদার কিছু না বল‌লেও দোকা‌নের পা‌শে বসা লো‌কেরা আড় চো‌খে তাকা‌চ্ছিল। আ‌মি অ‌স্থিরতায় ভুগ‌ছিলাম। দোকানদার একটা ছোট প‌‌্যা‌কে‌টে ক‌রে ইমকন পিল‌ দি‌লেন। আ‌মি দামদর না ক‌রে টাকা দি‌য়ে প‌কে‌টে প‌‌‌্যা‌কেট‌টি ঢুকি‌য়েই চম্পট। প‌রে আপু‌টি‌কে ইমকন দিলাম। সে‌দিন অ‌নেক ঘে‌মে‌ছিলাম আ‌মি ম‌নের অজা‌ন্তেই। আজও সে লজ্জা কা‌টে নি।
Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions