Answered 2 years ago
জীবনের স্মরণীয় অনেক ঘটনা আছে। তবে আমি গতকাল এর একটি ঘটনা শেয়ার করি। গতকাল দুপুর ২ঃ৩০ PM এর দিকে আমি আমাদের সপরিবারে তৈরী হচ্ছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তখন আমাকে ইমেইল এ একটা ক্লায়েন্ট মেসেজ দেয় যে ওর একটা কাজ করে দিতে। কাজটা ছিল অনেক ছোট খাটো প্রজেক্ট তাই ১০ ডলার এর মাত্র। তাই আমি প্রথমে না বলে দেই ওকে বলি যে আমাদের কালকে ইদ তাই আমরা অন্য শহরে যাব এখন তাই দিতে পারব না। তখন ক্লায়েন্ট এর রিপ্লাই মেসেজে কাকুতি মিনতি এর জন্য আমি অনিচ্ছা সত্ত্বেও ল্যাপটপ অন করে কাজটা করে দেই। যা করতে প্রায় ২৫ মিনিট লেগেছিল। কিন্তু যখন ক্লায়েন্ট পেমেন্ট পাঠিয়েছে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না।
niloyrana publisher