Answered 2 years ago
উত্তর : বয়স ঠিক তখন আর কতোই হবে, বাইশ বা একটু বেশি। জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিজের দুহাতে তিল তিল করে গড়ে তোলা সাত বছরের সংসার ছেড়ে আসাই জীবনের সবচাইতে বড় সাহসী সিদ্ধান্ত ছিল। কেউ চায়নি আমি এমনটা করি কারণ পাছে সমাজ কি বলবে? সেই দিন পাশে কাউকে পায়নি অবলম্বন হিসেবে,, পায়নি একটু সাহস জোগানোর মানুষ। ছোট একটি শিশু নিয়ে জীবন যুদ্ধে নামলে জীবন যে কত কঠিন তা বোঝা যায় ঠিক তখনই। বাট এত বছর পর আজ সবাই বুঝতে পারে তা আমার জীবনের সবচাইতে সঠিক সিদ্ধান্ত ছিল। আমি সাহস করে ছিলাম বলেই আজও বেঁচে আছি, ভালো আছি । আজ আমি সত্যিই নিজের সাহসী সিদ্ধান্তের জন্য নিজের মতো করে ভালো আছি।
Rubayat publisher