Answered 3 years ago
কেউ কাউকে নিয়ে খেলছে। যে খেলাচ্ছে তাকে নিয়েও আর একজন খেলে যাচ্ছে।
যে শত্রুর সঙ্গে হাতাহাতি যুদ্ধ করে তার চেয়ে যে তাকে পেছন থেকে হুকুম করে সে অনেক বড় বীর।
মৃত্যুর-খবর মানুষকে চিরকাল উৎসাহিত করে।
পৃথিবী অনেক ছোট। তার চেয়ে মন অনেক বড়। তাই পৃথিবীর চেয়ে মানুষ বড়।
সবসময় কাজের মধ্যে থাকলে মন খারাপ, হতাশা, আলসেমি একশ হাত দূরে থাকে।
অন্যের খারাপ পরিস্থিতি দেয় আমাদের মনে আনন্দের উপস্থিতি।
আমরা কী করব তার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা কী না করব তা চিহ্নিত করা।
আমরা কেউ অন্যের প্রতি আগ্রহী না।
সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক/টিকটক/ইনস্ট্রা ব্যবহার না করলে আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না।
বিপদে সৃষ্টিকর্তা ছাড়া অন্যের কাছে হাত পাততে নেই।
সাত দিন না খেয়ে থাকলেও পরিবার ছাড়া কারো কাছে টাকা চাইতে নেই। (আমি ৩ দিন না খেয়ে ছিলাম, কারো কাছে টাকা চাই নি, কাউকে বলিনি)
মানুষের মন বোঝার ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞানীর নেই।
পৃথিবীর সব মানুষ আসলে ভালো, পরিস্থিতি তাদের খারাপ বানায়।
পাগল, প্রকৃতি, রাস্তার মানুষের থেকেও শেখার অনেক কিছু আছে।
ব্যক্তিগত সমস্যাগুলো পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা মনে হয়।
সবাইকে সাথে করে নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়।
মৌমাছিরা পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। আমাদের মৌমাছি হওয়া লাগবে।
ব্যক্তিগত খারাপ দিকগুলো অন্যের সাথে শেয়ার করে নিজেকে সাহসী প্রমাণ করার মতো বোকামি করতে নেই।
বোকা থাকা সবচেয়ে ভালো।
জ্ঞানের চেয়ে কল্পনা শক্তি গুরুত্বপূর্ণ ।
মেডিটেশন এবং এক্সারসাইজ আমাদের জীবনের দুইটা গুরুত্বপূর্ণ হ্যাপিনেস।
imonrana publisher