Answered 2 years ago
অফারের খবর পেয়ে বান্ধবীর সাথে খেতে গেছিলাম রেস্টুরেন্টে। চেয়ারগুলো একটু অদ্ভুত ছিল। বসতে গিয়ে অসাবধানে গেছি পড়ে, চেয়ার সহই। রেস্টুরেন্টসুদ্ধ সবাই তাকিয়ে ছিল, পিনপতন নীরবতা।
কী আর বলব লজ্জার কথা। যাতে সবাই তাড়াতাড়ি নিজেদের কাজে মনোযোগ দিয়ে আমার কথা ভুলে যায়— এই আশায় বলেছি ব্যাথা পাই নাই। কিন্তু আসলে কি পাই নাই? কোমড়ে এখনো ব্যাথা জানান দেয়, "আমি কিন্তু আছি।"🤣
ঘটনা বেশিদিন আগের না; মাত্র চারদিন হইছে। আর আমি আসলে সবসময় লাফালাফি করি, তাই পড়া জিনিসটা নতুন না। যেখানেই যাই, পড়ে সেখানে আমার স্মৃতিচিহ্ন রেখে যাই🥴। মহীয়সী নারী আমি এক😛
কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই! এইরকম জনসমুদ্রে আর জীবনেও পড়ি নাই!🤣🤣🤣
Happy laughing!🤭
mohabbat publisher