আপনার জীবনের একটা মন্দ কাজের কথা বলুন, যা আপনাকে আজও যন্ত্রনা দেয়?
0
0
1 Answers
13.6 K
0
Answered
1 year ago
আমি ভুল মানুষের প্রেমে পড়েছিলাম| আমার জীবন ,ক্যারিয়ার ,পরিবার ,শিক্ষাজীবন ,সামাজিক ও পারিবারিকজীবন শেষ করে দিয়েছে |আমি সম্ভবত এই যন্ত্রণা থেকে মৃত্যু পর্যন্ত মুক্তি পাবোনা |আমি নরক দেখিনি কিন্তু নরকযন্ত্রণা ভোগ করেছি| কঠিন ডিপ্রেশনে জীবন কাটিয়েছি ,পঙ্গু বাবার সাথে অবর্ণনীয় দুর্ব্যবহার করেছি| নিজেকে আট বছর গৃহবন্দী করে রেখে শাস্তি দিয়েছি |সব বন্ধুদের কাছে হাসির পাত্র হয়েছি |রাস্তায় বসে কেঁদেছি |রোজ মৃত্যুকে আহ্বান করেছি আসার জন্য |শেষ মুহূর্তটার কথা মনে পড়ে ,আমি ফোন ধরে হাউমাউ করে কাঁদছি ,আর সে খিলখিল করে হাসছে আর আমার পরিবার নিয়ে টিটকারি দিচ্ছে |আমাকে যা তা বলে গালি দিচ্ছে |আমি পরিবারের ছোট সন্তান ,খুব আদরের |আমার মা বাবা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে |পরিবারে আমরা সবাই সবাইকে সম্মান করতে শিখেছি| আর একটা নরকের কীটের কাছে আমার ই ভুলের জন্য মা বাবাকে বোনকে অপদস্থ হতে দেখেছি |আমার সাথে সম্পর্ক চলাকালীন অন্যমেয়েদের সাথে অনেককিছু করে এসে বর্ণনা করতো তাও হজম করে সম্পর্ক রেখেছিলাম যে একদিন সব ঠিক হয়ে যাবে|কিচ্ছু ঠিক হয়নি ,কিচ্ছু ঠিক হয়না |মানুষ খাসলত বদলাতে পারেনা কখনো |অবশেষে সেই ভিকটিম রোল প্লে করেছে আর আমি হয়েছি ভীলেন |বিয়ে করে বাচ্চা বৌ নিয়ে অনেক সুখে আছে |আমি আর কারোসাথে নিজেকে জড়াতে পারিনি ,এখন শুধু মৃত্যুর অপেক্ষা করি |🙂
abduladi publisher