Answered 2 years ago
তিনি ফিফার প্রেসিডেন্ট জ্ঞানী ইনফ্যান্টিনো। তার কিছু কথা আমার কাছে সত্যিই মজার এবং চমৎকার লেগেছে। এক সাংবাদিকের নিকট দেওয়া সাক্ষাৎকার তুলে ধরছি:
সাংবাদিক: কাতারের আইন উদারতান্ত্রিক না। এখানে অনেক বৈষম্য। তাও ফিফার মত এমন এক প্রতিষ্ঠান, যারা নিজেদের উদার ও নিরপেক্ষ বলে দাবি করে, তারা কেন এখানে ফুটবলের আয়োজন করেন?
জ্ঞানী ইনফ্যান্টিনো: যদি আইন, বেআইন, বৈষম্য, অবৈষম্য নিয়ে বিবেচনা শুরু করি তাহলে দেখা যাবে ফুটবল খেলার জন্য বাকি রয়েছি শুধু আমি আর আপনি; আর কেউ না। কারণ, শেষে এসে আমরা কেউই নির্দোষ নই।
কথাগুলো মূলত তিনি ফুটবল বিশ্বকাপে ফিফা এবং ইউরোপিয়ানদের অন্যায় ও দুর্নীতি প্রসঙ্গে বলছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে আরো বলেন,
rashedrahaman publisher