আপনার জানা এমন কোন বাক্য আছে, যা পড়ে একজন অনুপ্রেরণা পেতে পারে?

1 Answers   6.7 K

Answered 2 years ago

এ্যাপল কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস্‌ , আমার খুব পছন্দের একজন মানুষ। ২০০৫ সালের ১২ জুন। অ্যাপল ইনকর্পোরেটের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস্‌ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেন তাঁর বিখ্যাত বক্তৃতা “How To Live Before you Die”। সেখানে তিনি তিনটি গল্প বলেন। তারমধ্যে একটি গল্প ছিল মৃত্যু নিয়ে। সেখানে তিনি বলেনঃ

"যখন আমার বয়স ১৭, তখন আমি একটি বাণী শুনেছিলাম এমন যে, “তুমি যদি তোমার জীবনের প্রতিদিনকে তোমার জীবনের শেষ দিন মনে করে কাজ করো, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে।” এই কথাটি আমাকে এতটাই মুগ্ধ করেছিলো যে, গত ৩৩ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, “যদি আমি জানি যে আজকে আমার জীবনের শেষ দিন, তাহলে কী আমি সেই কাজ করবো যা আমি আজকে করতে চাচ্ছি?” পরপর কয়েকদিন যদি উত্তর পেতাম “না”, তখন আমি মনে করতাম কিছু পরিবর্তন করা আবশ্যক।"

কথাগুলো আমার খুব প্রিয়। আসলেই, একজন মানুষ যখন জানে তার আর হারনোর কিছুই নেই, সে সব জয় করতে পারে।


Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions