আপনার চীন ভ্রমণ-এর অভিজ্ঞতা কেমন ছিল , চীনের মানুষের কোন দিকটা আপনাকে আশ্চর্য করছে?

1 Answers   6.6 K

Answered 3 years ago

চীনের বেইজিং এ বেড়াতে গিয়ে আমি আমার নিয়মমতো সকাল 6টার সময় জগিং এর জন্য বের হলাম।ধারনা ছিল রাস্তা ফাঁকা পাবো, দৌঁড়ানো এবং ছবি তোলা দুটোই আরমে হবে।কিন্তু বের হয়ে দেখি রাস্তায় গাড়ীর সংখ্যা মোটামুটি কম নয়।6.30/6.45রীতিমত পুরোপুরি ব্যস্ত হয়ে গেল রাস্তা।খেয়াল রাস্তায় জগিং করছে আমার মতো বিদেশীরাই চাইনিজরা নয়।তারা ছুটছে কাজের উদ্দেশ।তাদের সকাল হয় 5টার আগে।আমরা জানি রাজধানীর সকাল হয় দেরীতে, কারন মানুষ ঘুমায় দেরীতে উঠেও পরে।কিন্তু এখানে এতো তাড়াতাড়ি সকাল হওয়া আমাকে অবাক করেছে।আর একটা বিষয় আমি খেয়াল করলাম চীনের মতো জনবহুল দেশে কোন মানুষকে এদিক ওদিক হেলেদুলে হাঁটতে দেখি নাই, সবাই যার যার মতো ছুটছে।আমাদের ছোট একটা শব্দ হলে 10/15 জন একসাথ হয় তামাসা দেখতে, কারন অনেক মানুষই কাজ ছাড়া বা উদ্দেশ বিহীন ভাবে রাস্তায় ঘুরাঘুরি করে, যা এখানে নেই।চাইনিজদের এই কর্মব্যস্ততা আমার বেশ লেগেছে।বর্তমানে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে এই সুশৃঙ্খল মানবসম্পদের উন্নয়নেরই মাধ্যমে।আর সেটা চীনে বেড়াতে গেলে সহজেই বোঝা যায়।


Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions