আপনার কোন বাজে অভিজ্ঞতা থাকলে মন খুলে বলতে পারবেন?

1 Answers   9 K

Answered 1 year ago

জীবনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে যে বাজে অভিজ্ঞতা এখন ও কষ্ট দেয় তা হলো বিনা অপরাধে ৪১ দিন জেল খাটা। ২০১১ সালে, আমি ভার্সিটি ভর্তি হয়ে সদ্য ঢাকায় এসেছি। যেহেতু আমার গার্ডিয়ান কেউ ঢাকায় ছিল না, আর বাড়ি থেকেও কেউ আসেনি, আমি এক বন্ধুর মেসে উঠি। সে মেস সম্পর্কে আমি খুব বেশি জানতাম না। শুধু দেখতাম অনেক মানুষ, কেউ ছাত্র কেউ চাকরিজীবি, কেউ বেকার, এখানে থাকছে। মাত্র ৪ মাসের মাথায় আমার জীবনে নেমে আসে এই দুর্ঘটনা। রাতের বেলা পুলিশ এসে এই মেসের বেশির ভাগ মানুষকে ধরে নিয়ে যায়। অপরাধ, এরা জামাত শিবির। অথচ আমি এগুলার কিছুই জানিনা। এর পর গেলাম জেলে। যেহেতু রাজনৈতিক মামলা তাই সহজে জামিন মিলছিলো না যদিও আমার ভাই একজন এডভোকেট। এদিকে আমার মা পাগল হবার দশা। আমি কেন এতদিন যাবত বাড়ি যাচ্ছিনা। কেউ তাকে বলেনি আমার সাথে কি ঘটেছে। তারপরে ৪১ দিনের এক লম্বা সময়ের পরে মুক্তি পাই। এখন সেই মামলা কোর্ট থেকেই ডিসমিস করে দিয়েছে। কারণ এর কোন অগ্রগতি ছিলনা। এখন ও মনে হলে কষ্ট পাই। কি দেশে আছি, জীবনের কোন নিরাপত্তা নেই, ভবিষ্যতের কোন নিশ্চয়তা নেই।
Hossain Kabir
hossainkabir
303 Points

Popular Questions