আপনার কোন জিনিসটি বোধগম্য হয় না?

1 Answers   6.9 K

Answered 2 years ago

ক্ষমা করবেন, আমি কোনো ধর্মকে লক্ষ্য করে বলছি না, কাহারও বিশ্বাসকেও আঘাত করছি না। এটা শুধুই আমার নিজেস্ব মতামত। তার পরেও যদি কেউ আঘাত পান দোয়া করে ক্ষমা করবেন।

চলুন দেখুন কোন জিনিসটা আমার সহজে বোধগম্য হয় না।

এখানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তারবান পরে আছেন, একজন অসাম্প্রদায়িক ব্যাক্তি।

হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদ উদ্দিন ওয়ায়েসি স্কালকাপ পরে আছেন, একজন অসাম্প্রদায়িক ব্যাক্তি।

জিম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্য মন্ত্রী মেহবুবা মুক্তি হিজাব পরেও অসাম্প্রদায়িক।

কিন্তু

এখানে ভাগওয়া পরিহিত ব্যাক্তিগুলি সাম্প্রদায়িক।

কিভাবে ?

ভারতীয় ব্যাক্তিবর্গ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম অনুসরণ করছে। তাই নয় কি ? তবে কেন ভাগওয়া পরিহিত ব্যাক্তিগুলি সাম্প্রদায়িক হিসেবে টার্গেট হচ্ছে।

এবং তারপরেও আমরা সমভাব সমতার কথা বলি।

খুব ভাল, সমতা এখানে শুধুমাত্র দুৰ্ভাগ্যবসত একটি প্রস্তাবনা।


Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions