আপনার কেন মনে হয় সৃষ্টিকর্তা আছে?

1 Answers   14.2 K

Answered 1 year ago

একজন সচেতন মানুষ হিসেবে সব কিছুর পিছনে যুক্তি, প্রমাণ খুঁজি আমরা।তবে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলোর জন্য কোনো প্রমাণ বা যুক্তির প্রয়োজন নেই। অর্থাৎ, যা কিছু নিজেই নিজের অস্তিত্বের প্রমাণ। যা স্বতঃসিদ্ধ হিসেবে পরিচিত। স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা সাক্ষ্য যাকে কোনো প্রকার প্রমাণ ছাড়াই সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়। এ ধরনের উক্তি বা সাক্ষ্য নিজেই নিজের প্রমাণ এবং কোন প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে অবশ্যই এদের সত্য বলে ধরে নিতে হয়। উদাহারণ, ২+২=৪। গাণিতিক এই সিদ্ধন্তটি নিজে নিজেই সত্য। এটাকে সত্য প্রমাণ করার প্রয়োজন নেই বা প্রমাণ করাও সম্ভব না।
Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions