তখন আমার বয়স ১২/১৩ হবে।
আমার ফুফুর বাড়িতে উনাদের ধান কাটায় সাহায্য করতে গিয়েছিলাম। ফুফুর ছেলের কাছে আবার আমার চাচাতো বোন বিয়ে দিছে। তো ওখানে ধান কেটে এসে খেতে বসলাম এক বিয়াই এর সাথে। আমার পড়নে হাফপ্যান্ট ছিলো।আসন পেতে বসে খাচ্ছি আমি আর বিয়াই মুখোমুখি বসে।তিনি অনেক রসিক মানুষ।বিয়াই হঠাৎ বলতেছে "আলিফ বা তা ছা, তালব্যশ(শ) খানি দেখা যা" এই কথা বারবারই বলতেছে আমাকে উদ্দেশ্য করে। আমি না বুঝতে পাড়ায় আমার চাচাতো বোন আমাকে বলে তোমার হাফপ্যান্ট ছিড়ে গেছে সেটাই না কি বিয়াই বলতেছে 🤣🤣
তারপর নিচে চেয়ে দেখি আমার অন্ড*কোষ দেখা যায়,,
বিয়াই অন্ডকোষ কে ই "শ" এর সাথে তুলনা দিয়েছেন। ঐ আপাকে দেখলে এখনো লজ্জা পাই🫣
kanijbonne publisher