Answered 2 years ago
ছাগল পালন।
আমার বাস্তব অভিজ্ঞতার কথাই বলছি। আমার পকেটে তখন ৬০ হাজার আর আমার বন্ধুর পকেটে ৪০ হাজার টাকা ছিলো ভাবলাম কি করা যায়। যেহুতু ১লক্ষ টাকা আছে সেহেতু ছোট করে কিছু করার প্রয়াশ নিলাম। ২ বন্ধু মিলে ৫০ ফিট বাই ১৫ ফিট লম্বা সেড করেছিলাম ছাগল পালনের উদ্দেশ্য, খরচ হয় প্রায় ৬০ হাজার টাকা। বাকি ৪০ হাজার এর মধ্য থেকে ৩০ হাজার টাকায় একদম দেশি জাতের ছাগল কিনেছিলাম ৬ টা আজ ১ বছর প্রায় আমার খামারে এখন ২৯ টি ছাগল রয়েছে (আলহামদুলিল্লাহ) ধৈর্য ধরলে সব কিছু থেকেই ভালো ফলা ফল আসে। তাই মনোযোগ দিয়ে কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায়।
fullkhatun publisher