Answered 1 year ago
আমি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে করবো।
যেমন, ফেসবুক পেজ বা গ্রুপ খুলে সেখানে একটা ভার্চুয়াল শপ ওপেন করে আমার কলম গুলোর বিজ্ঞাপন দিব। যারা এই বিষয়ে আগ্রহী তাদের কাছে পোস্ট গুলো পাঠাবো। এতে অবশ্য কিছু টাকা খরচ হবে।
আবার ইনস্টাগ্রামে কলমের পিক পোস্ট করে হ্যাস ট্যাগ use করে মার্কেটিং করা যেতে পারে। এভাবে মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বিজ্ঞাপন এর মাধ্যমে কলম গুলো বিক্রি করা যেতে পারে।
তবে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার কলম গুলো ইউনিক বা রেয়ার।
প্রথম দিকে টার্গেট পূরণ নাও হতে পারে, মনে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ টার্গেট ওভার হয়ে যাবে প্রতিদিন।
Bipul652 publisher