আপনার কাছে প্লেবয় অর্থ কী?

1 Answers   3.6 K

Answered 1 year ago

আমি একজন ছেলে। এ বিষয়ে আমার যতটুকু ধারনা আছে তার থেকে কিছু বলছি। প্লেবয় একথাটি আমার কাছে সবচেয়ে ঘৃনিত, কারণ প্লেবয় তাকে বলা হয় যে তার সৌদর্য্যর এবং মিষ্টি মিষ্টি কথায় মেয়েদের পটায় আর তাদের সুযোগ খোঁজে। সুযোগ বলতে যে কোন ধরনের হতে পারে। তারা কখনো একটা মেয়েকে ভালোবাসতে পারে না। একজন প্লেবয় মন-মানসিকতা মেয়েদের ক্ষেত্রে জঘন্যতম খারাপ হয়ে থাকে। আমি মেয়েদের সাথে বন্ধত্ব বা মেলামেশা কখনোই সাপোর্ট করিনা (দরকার-প্রায়েজন ছাড়া)

Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions