আপনার কাছে এমন কিছু রয়েছে কি যা প্রমাণ করে যে এই পৃথিবী বিস্ময়কর বা অদ্ভুত কিছু?

1 Answers   11.4 K

Answered 2 years ago

একটা সময় মানুষ বন-জঙ্গল, সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, মরুভূমি-বরফাঞ্চল—এসবে ভূত-পেত্নী, দৈত্য-দানো, রাক্ষস-খোক্ষস থাকত বলে বিশ্বাস করত। ঊনবিংশ শতাব্দীতেও মানুষ মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, স্টোনহেঞ্জ, পিরামিড, ইয়েতি, বারমুডা ট্রায়াঙ্গল, আমাজন জঙ্গল, অ্যান্টার্কটিকা প্রভৃতির মধ্যে অপার রহস্য খুঁজে পেত। শিল্পবিপ্লবের পর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটল, পৃথিবী এল মানুষের হাতের মুঠোয়; আর মানুষের বিস্মিত হওয়ার ক্ষমতাও গেল কমে। সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আসতে শুরু করল, রহস্য-টহস্য গেল ঘুচে। আগে মানুষ একটা বাঘের ছবি দেখলে বিস্ময়ে হতবাক হয়ে থাকত, আর এখন মহাকাশ স্টেশনে নভোচারীদের ভাসতে দেখেও মানুষের বিস্ময় জাগে না। তা সত্বেও আশা করি এই ছবিগুলো আপনাকে বলে দেবে যে পৃথিবী এখনও বিস্ময়কর, এখনও অদ্ভুত।

হিলিয়ার হ্রদ। প্রাকৃতিকভাবেই গোলাপি রঙের এই ছোট্ট হ্রদটি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত।

Nahima Khatun
nahimakhatun
180 Points

Popular Questions