আপনার অনেক সামর্থ্য হলে মা -বাবার জন্য কি করতে চান?
0
0
1 Answers
4.7 K
0
Answered
1 year ago
সত্যি বলতে আমার সেই সামথ্য কোনোদিন হবে না। হ্যাঁ এইটা বলতে পারি কাজ করে টাকা উপার্জন করে মা - বাবা কে ভালো কিছু উপহার দিতে পারি, যা ওনারা চান সেইটা দিতে পারি।
মা -বাবার আমাদের জীবনের প্রতি অনেক অবদান, তাঁদের সেই ভালোবাসার কাছে পৃথিবীর কোটি কোটি সামথ্য ব্যর্থ, তাই আমার সেই সামথ্য নাই তাঁদের সমতুল্লে। আমরা তাঁদের যাই দেবো সেটা তাঁদের অবদান আর ভালোবাসার কাছে অনেক কম, আমি আমার মা -বাবা কে নিজের ভালোবাসা, সময়, খুশি, সাহায্য, ভক্তি এইগুলোই দিতে পারি, আর এইটাই আমার সামথ্য।
rayhanrafi publisher