Answered 2 years ago
কি করবো সেটা মূখ্য নয়!তবে কি করবো তা জানার আগে আপনার এটা জানা উচিৎ যে আমার আদতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার কোন যোগ্যতা ই নেই,এবং আমি কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো না।এমনকি কেউ যদি আমাকে এই রাজসিংহাসনে জোর করে বসিয়ে ও দেয় তাও আমি ফাঁকফোকর খুঁজে পালাবো।কারন ব্যক্তি হিসেবে আমি নিজেকে যেমন জানি আর বাংলার সন্তান হিসেবে বাংলাদেশ কে ও খুব ভালোভাবে জানি।জনা বিশ কোটি মানুষের একটা দেশ সামলানো চাট্টিখানি কথা নয়।আবার যে দেশের মানুষের গড়া প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ই মানদন্ড বিবেচনায় ভয়াবহ অসৎ আর দুর্নীতিগ্রস্থ সে দেশের প্রধানমন্ত্রী আমি হলে জনগনের কপালে ভয়াবহ দুর্ভোগ আছে।প্রথমত আমি এমন একজন মানুষ যে কখনো স্বীকৃতির জন্যে লালায়িত না,যে কেবল নিজের কাজটুকু কিংবা দায়িত্বটুকুই স্রেফ পালন করে।আমি অতীব অহংবোধসম্পন্ন একজন মানুষ যে বৈপরীত্যের সাথে সমঝোতায় অনাগ্রহী।ব্যক্তিগত জীবনযাপনে আমাকে ধীর আর স্থির মনে হলেও নিজের ভেতর থেকে আমি জানি যে আমি আসলে একজন নৃশংস,খুনে আর নির্দয় স্বভাবের মানুষ।সুতরাং বিশ কোটি জনতার সাথে আমার পথচলা টা সহজ হবে না বুঝতেই পারছেন।আপনি আমাকে কিছু সেনাদলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুদ্ধে পাঠান সেখানে আমি বেশ সাবলীল হবো কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা? অসম্ভব!
chayan524 publisher