আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে লাগেজ স্ক্যান বা চেকিংয়ের সময় আপনার সবচেয়ে বাজে অভিজ্ঞতাটি কী ছিল?

1 Answers   11.4 K

Answered 3 years ago

আমার সবচেয়ে বাজে অভিজ্ঞা হয় আমার নিজ দেশের বিমানবন্দরে 2018সালে। আমি থাইল্যান্ড যাচ্ছিলাম, লাগেজ ডপ করে বডিং পাস নিয়ে ইমিগ্রশন পার করে চলে যাওয়ার পর আমাকে কল করে আনা হল আমার লাগেজে সন্দেহ জনক জিনিশ আছে তাই ওপেন করতে হবে। আমি অবাক, তারা আমাকে ভয়ংকর চোখে দেখছে। বলল লাগেজ ওপেন করে দূরে দাঁড়ান।আমার লাগেজ তারা তন্নতন্ন করে চেক করল।তারপর তারা প্রশ্ন করল আমি বই,পুরানো পেপার এত এত নিয়ে থাইল্যান্ড কেন যাচ্ছি। আমি জানতে চাইলাম সমস্যা কোথায়।আমার উত্তর ছিল আমি অবকাশে যাচ্ছি তাই নিচ্ছি। তারা আমার উত্তরে সন্তুষ্ট নয়, তাদের কথা থাইল্যান্ডে মানুষ যায় বেড়াতে,শপিং করতে, আপনি কেন বই পেপার নিচ্ছেন। কি যে মুশকিল ছিল তাদের বোঝানো, আমি রাতে বই বা পেপার পড়ে সময় কাটাতে পছন্দ করি।সব শেষে তাদের বড় কর্মকর্তা এসে ঝামেলা শেষ করলো।তবে যাওয়া সময়ও তারা আমাকে সন্দেহের চোখে তাকিয়ে ছিল।যা আমার কাছে চরম অস্বস্তিকর ছিলো।

Administrator
admin
0 Points

Popular Questions