আত্মা যে আছে তার প্রমাণ কী?

1 Answers   14.2 K

Answered 2 years ago

একটি পাখি ধরুন। পাখিটিকে খাচায় রেখে কয়েকদিন তার চিৎকার শুনুন। এর পরে, একটি বায়ুশুন্য বাক্সে বন্দী করে, পাখিটি মেরে ফেলুন।

পদার্থ বিজ্ঞান অনুসারে, জীবিত পাখি আর মরা পাখির দেহে অনু পরমানু একই রকম

রসায়ন নিজ্ঞান অনুসারে, জীবিত পাখি আর মরা পাখির দেহে রাসায়নিক পদার্থ একই রকম

জীব বিজ্ঞান অনুসারে, জীবিত পাখি আর মরা পাখির দেহে অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, সবই এক রকম

পুরো বিজ্ঞান অনুসারে, মরা আর জ্যান্ত একই রকম। তাহলে পাখিটি মরলো কেন? কি হারিয়ে মরলো? পাখিটি যেটা হারিয়েছে, সেটা হল - জীবন।

এই জীবন কি জিনিস, বিজ্ঞানে এর কোন সংজ্ঞা, ব্যাখ্যা, কিছুই নেই।

পাখি দিয়ে উদাহরন দিয়েছি। আপনাকে দিয়েও এমন হতে পারে। জীবিত আপনি ও মৃত আপনি - এর মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্যই প্রমান করতে পারবেন না। আপনি নিজে জীবিত, আপনার জীবন আছে, এটাই প্রমান করতে পারেন না - অথচ আপনি আত্মার প্রমান খুজছেন !!

দ্রস্টব্যঃ জীবন ও আত্মা এক জিনিস নয়। জীবন হল একটি শক্তি যেটা আপনাকে বাচিয়ে রেখেছে। আত্মা হল - আপনি নিজে। হ্যা, আপনি নিজেই আত্মা।

Talha Tolib
talhatolib
488 Points

Popular Questions