Answered 2 years ago
আত্মরক্ষার্তে বাসে বা ট্রেনে কিন্বা রাস্তাঘাটে ছুরি নিয়ে ঘোরা অপরাধ কিনা তা নির্ধারীত হতে পারে আপনার উদ্দেশ্যর উপর। পকেটে ছুরি নিয়ে ঘোরাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশীর হাতে পড়লে, আপনাকে প্রশ্নের সম্মুখিন হতে হবে, এমনকি কেউ মুচলেকা দিয়ে ছাড়িয়ে না নিয়ে গেলে আপনি আটকও থাকতে পারেন। অস্ত্র আইনে অস্ত্রের সজ্ঞায় বলা আছে-
অস্ত্র (Arms) : আগ্নেয়াস্ত্র, বেয়োনেট, তরবারি, ডেগার, বর্শা, বল্লমের ডগা, তীর ও ধনুক কামান বা অস্ত্রের অংশবিশেষ এবং অস্ত্র তৈয়ারির যন্ত্রপাতিসমূহও অস্ত্রের অন্তভূক্ত ।
এখানে ডেগার বলতে আমরা বড়-সর ফোল্ডেড ছুরিকে বুঝি।
khanrabby publisher