Answered 2 years ago
আজ পর্যন্ত যত সিনেমা দেখেছি, তার মধ্যে ইন্টারস্টেলার মুভি আমার মনে গভীরভাবে দাগ কেটে গেছে! সিনেমায় মহাকাশ অভিযানের প্রযুক্তি সম্পর্কে তেমন বিশদে কিছু দেখানো হয়নি। এখানে গুরুত্ব পেয়েছে থিওরিটিক্যাল ফিজিক্স। আর সম্পূর্ণ সিনেমা জুড়েই ভালোবাসার এক অনন্য সংজ্ঞা আমাদের কাছে তুলে ধরেছেন পরিচালক। উপরে দেখানো দৃশ্যটি, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে পিতা এবং অভিমানী কন্যার শেষ সাক্ষাতের মুহূর্ত — কখন যে আমার চোখেও জল এসে গেছে বুঝতেই পারিনি ! সিনেমায় ডক্টর ব্র্যান্ড-কে বলতে শোনা যায়,
Love is the one thing that we're capable of perceiving that transcends dimensions of time and space. Maybe we should trust that, even if we can't understand it.
বোধহয় সেই কারণেই, সেই কালজয়ী ভালোবাসার জোরে, সময়ের ঘূর্ণাবর্তে হারিয়ে যেতে থাকা কুপার বার্তা পাঠাতে পেরেছিল তার আদরের কন্যাকে। বাবা-মেয়ের অটুট বন্ধনের নিদর্শন হিসেবে তাই, উপরের ছবিটি আমার দেখা অন্যতম সেরা শট।
ভালো থাকবেন সকলে,
rafirayhan publisher