আজ থেকে পঁচিশ বছর আগে আপনি কী কী পারতেন, যা আজকে করতে পারেন না?

1 Answers   10.1 K

Answered 3 years ago

নেংটা হইয়া খেলাধুলা করছে নদীতে হাবুডুবু খাইছি নদীতে সাঁতার কাটছি,

আজ তা করতে পারিনা,

ছোট খাটো কষ্ট পেলে কান্না করছি,

এখন পাহাড় সমান কষ্ট পেলেও কান্না করতে পারি,

আগে ভাই বোন সবার সাথে খেলাধুলা করছে,

এখন চাইলেও সহজে দেখা করতে পারি না,

আগে খেলাধুলা করতে গেলে মন খুলে হেসেছি মন খুলে দৌড়াইছি।

এখন চাইলেও হাসি আসে না, আর দৌড়ানোর টাইমও পাইনা,

আগে কোন মানুষের মনে কষ্ট দেয় নাই,

এখন নিজের অজান্তে কত মানুষের কষ্ট দিয়েছি জানিনা,

এতটুকু বললাম আর বলতে পারলাম না চোখের পানি আসে।

ধন্যবাদ

Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions