আজ উম্মাহ্ খলিফা বা অভিভাবক বিহীন বলেই কি মুসলিমদের এতো অত্যাচার করে যাচ্ছে সারা দুনিয়া?
0
0
1 Answers
13.6 K
0
Answered
1 year ago
আল-কুরআন থেকে দুরে সরে থাকা (না পড়া, না বোঝা, না মেনে চলা) - এটাই মুসলিমদের দুর্দশার মূল কারণ।
আজকের মুসলিমরা আমরা এটা বুঝি না যে,
এই পৃথিবী আরাম করার যায়গা নয়, কষ্টের মধ্যে দিয়েই পৃথিবীর জীবনটা অতিবাহিত হবে। যারা বাহ্যিকভাবে আরামে আছে মনে হয়, তারাও ভেতরে ভেতরে কষ্টে আছে।
খুবই ছোট্ট এবং সহজ কথা, কিন্তু উপলব্দি করা সহজ নয়। আল-কুরআনকে বুঝতে মনোযোগ দিলে এবং রাসুল স. এর জীবনী বোঝার চেষ্টা করলে, ধীরে ধীরে আমরা এটা উপলব্ধি করতে পারতাম। এটা উপলব্দি করতে পারলেই তখন আমরা মুসলিমরা আরাম-আয়েশ নিয়ে ব্যস্ত থাকা বন্ধ করে দিতাম, ঘুরে দাঁড়াতাম। আর তখন তারা অত সহজে অত্যাচার চালিয়ে যেতে পারতো না।
আমরা না বুঝলেও অত্যাচারীরা এটা ভালো করেই বোঝে, তাই তারাও সর্বদা সচেষ্ট, আমাদেরকে আরাম-আয়েশে ব্যস্ত রাখতে।
shahos publisher