আজ ইন্টারনেটে আপনার দেখা সব থেকে সুন্দর জিনিসটি কী ?

1 Answers   10.2 K

Answered 3 years ago

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল সাবেক ছাত্র ইংরেজীতে অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়।

ক্ষমতা,যৌবন দাম্ভিকতা কারো চিরস্থায়ী না,যার বাস্তব প্রমান এ-ই ছবিটা!

দুনিয়া টা চিরস্থায়ী নয়,ক্ষণিকের জন্য। এটা আমরা প্রায়ই ভুলে যাই! উনার কী গুণ, বাংলাদেশের জন্য কী করেছেন জানা আছে।

ছবি টা দ্বারা বয়স, প্রবীণতা বোঝাচ্ছে।

(অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ,এই দুই বিশ্ববিদ্যালয় থেকে ও মাস্টার্স করেছেন)

সংগ্রহ- ঢাকা বিশ্ববিদ্যালয় এর পেজ থেকে।


Abu Bakkar
abubakkar
262 Points

Popular Questions