Answered 2 years ago
উপদেশ দেয়ার মতো ধৃষ্টতা পোষণ করি না, তবে, যেহেতু উত্তরদাতা হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে, সেই দায়িত্ব পালনে, বিনীত পরামর্শ হিসাবে,
এমন কিছু কাজ, যা জীবনে করলে সেটা নিজের জন্য ইতিবাচক হয়ে উঠারই কথা,
১। শুনতে হবে বেশী, বলতে হবে কম, তাহলে, একসময় দেখা যাবে, অনেক অপ্রয়োজনীয় কথা, অহেতুক চিন্তা থেমে গেছে,
২। কোনো বিষয়ে, না জেনে, না বুঝে, মন্তব্য না করলেই ভালো, তাহলে, 'বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে', দুঃখিত' এসব বলার মতো পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া যাবে,
৩। মানুষকে ফেস ভ্যালুতে বিচার না করলেই ভালো,
রূপ, সৌন্দর্য্য, উচ্চশিক্ষা, পেশা, অর্থের প্রাচুর্য, এসবের ভিত্তিতে করা মূল্যায়ন ভুল হয়ে যেতে পারে, মনে হতে পারে, প্রতারিত হয়েছি।
কারণ, জীর্ণ পোশাক পরে ও, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে, স্বশিক্ষিত হয়ে ও কেউ, মানুষ হিসাবে অতি উজ্জ্বল অবস্থানে বিরাজ করতেই পারেন,
৪। মোটিভেশন ভিডিও দেখে নিজেকে মোটিভেট করার চেষ্টা বৃথা বলে প্রমাণিত হতেই পারে। কারণ, এসবের প্রভাব ক্ষণস্থায়ী, আজকে আছে, কালকে নেই, আর, এসব ভিডিও, লেকচার এর পিছনে, একান্ত উদ্দেশ্যটি মোটিভেশন না ও হতে পারে,
৫। নিজের যা আছে, সেটাকেই সর্বোত্তম অবস্থা বলে মেনে নিতে পারলে ভালো,
নিজের অবস্থার সাথে তুলনাটা, নিজের চাইতেও খারাপ অবস্থায় আছেন, এমন কারো সাথে করতে পারলে ভালো, নিজের চাইতে উন্নত অবস্থায় আছেন, এমন কারো সাথে নয়,
৬। নিজের প্রচার, নিজে করা থেকে বিরত থাকতে পারলেই ভালো,
কারণ, দুরকমই হয়, কেউ প্রচারের পিছনে ছোটাছুটি করেন, আবার, প্রচার কারো পিছনে ছুটে বেড়ায়। দ্বিতীয় অবস্থাটাই কাঙ্ক্ষিত।
৭। নেতিবাচক সমালোচনা, ছিদ্রান্বেষণ, কুতর্ক, ব্যঙ্গ-বিদ্রুপ, এসব, জীবনে খুব একটা প্রয়োজনীয় নয়, এড়িয়ে যেতে পারলে ভালো, পরবর্তীতে আক্ষেপ যাতে না করতে হয়,
৮। কাউকে সাহায্য না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু, সাহায্য করে, তাঁর কাছ থেকে আনুগত্য আশা করা উচিৎ নয়,
৯। প্রত্যাশা,
প্রত্যাশার বৃত্তটি যত ছোট রাখা যাবে, ততোই নিজের যন্ত্রণা কমবে।
কোরাবাংলায় প্রশ্ন করলেই উওরটি আসবেই, উত্তরটি লিখলেই আপভোট আসবেই, এরকম ধারণা থেকে নিজেকে সরিয়ে রাখলেই ভালো। আপভোটের আশা যদি না থাকে, ডাউনভোটের আশঙ্কা ও থাকবে না।
শান্তিতেই থাকা যাবে।
নিজের যোগ্যতায় একটি প্রশ্ন করা, বা উওর লেখা অথবা মন্তব্য করা, নিজের জন্য, শ্রেষ্ট আপভোট,
এটা ভেবেই, তৃপ্ত থাকা উচিৎ।
নিজের আপভোট কে নিজে চিনতে না পারলে, কোরাবাংলার হাজার, লক্ষ, কোটি আপভোট ও জীবনে কাজে লাগবে না,
কোনো কাজেই লাগবে না।
mstsalmakhatun publisher