Answered 2 years ago
ঠিক একই কথা রাসূলুল্লাহ (স.) বলেছেন।তিনি বলেনঃ চারটি জিনিস দেখে নারীকে বিবাহ কর। যথাঃ
তার সম্পদ
তার বংশ মর্যাদা
তার সৌন্দর্য
তার দ্বীনদারী
অতএব তোমরা দ্বীনদার নারীকে জিতে নাও।
(বুখারী ও মুসলিম)
ডিজাইনটি আমি নিজেই অনেক উৎসাহ নিয়ে তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই আপভোট দিতে এবং অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
Piku publisher