আজ অবধি আপনার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি কী? কেন সেই সিদ্ধান্তটি আপনাকে নিতে হয়েছিল?

1 Answers   3.9 K

Answered 2 years ago

সালটা ২০১৯ ,, ২৭ শে ডিসেম্বর। জীবন জীবিকার তাগিদে আমি আমার ৭ বছরের ছেলেকে রেখে লেবানন এসেছিলাম। একটা ভালো বেতনে, একটি ভালো সুস্থ পরিবেশে কাজের জন্য। সবকিছু খুব ভালোই কাটছিল আমার। আমার সাথে আমার বান্ধবী, তার খালাতো বোন সহ আমরা ৪ জন বাঙালি একসাথে ছিলাম।হঠাৎ করে জানুয়ারি মাসের দিকে ধীরে ধীরে আমার ছেলে মানসিকভাবে এবং শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ে আমার শূন্যতায়। ছোটবেলা থেকেই বাবু আমার খুব বেশি আমার সাথে ঘনিষ্ঠ। আমার বাবা মা থাকা সত্ত্বেও তাকে সামলানো কঠিন হয়ে পড়ে। একরকম বাধ্য হয়ে ফেব্রুয়ারি ১১ তারিখে ২০২০ আমি আবার দেশে ফিরে যায়। আর পরবর্তীতে তাঁকে ধীরে ধীরে একা সবকিছু কি ভাবে করতে হয় তা শিখায় এবং তাকে প্রচুর সময় দিতে থাকি। এভাবে ছেলের জন্য আমাকে আমার ক্যারিয়ার নষ্ট করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। বর্তমানে ২০২২ , আমি আবার লেবানন এসেছি। বাট এখন সে অনেকটাই নিজের বয়স অনুয়ায়ী স্বনির্ভর। খাওয়া, হোম ওয়ার্ক, গোসল সব করতে পারে। বি: দ্র: কেউ ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।

Rabiya Borshi
rabiyaborshi
285 Points

Popular Questions