আজকে মজার কিছু পড়ে থাকলে, সেটা কী?

1 Answers   9.9 K

Answered 2 years ago

এক লোক সদ্য বিবাহ করেছেন তার স্ত্রী ছিলো খুবই সুন্দরী।তিনি তাকে খুব ভালোবাসতেন।

একদিন তার একটি চর্মরোগ দেখা দিলো।সে তার সৌন্দর্য হারাতে শুরু করে। এরি মাঝে তার স্বামী একটি ভ্রমণে বেরিয়েছিলেন।

বাড়ি ফেরার পথে তিনি একটি দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।যাইহোক তাদের বৈবাহিক জীবন পূর্বের মতোই চলতেছিলো।কিন্তু যত দিন যাচ্ছিলো ধীরে ধীরে সে তার সৌন্দর্য হারিয়ে ফেললো।

অন্ধ স্বামী এই ব্যাপারে কিছুই জানতেন না আর তাদের সম্পর্কের মাঝে কোন ব্যাবধান সৃষ্টি হয়নি।

সে আগের মতোই তাকে ভালোবাসতেন আর তার স্ত্রীও তাকে খুব ভালোবাসতো।একদিন তার স্ত্রী মারা গেলেন।স্ত্রীর মৃত্যু তার জীবনে অনেক দুঃখ বয়ে আনলো।

সে শেষকৃত্য শেষ করে শহর ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন।একজন লোক পিছন থেকে তাকে ডাকলেন এবং বললেন এখন কিভাবে তুমি একা চলবে।সারাজীবন তোমার স্ত্রী তোমাকে সাহায্য করেছে পথ দেখিয়েছেন । অন্ধ লোকটি বললো আমি অন্ধ না।

আমি অভিনয় করছিলাম, যদি সে জানতো যে আমি তার ঐ অবস্থা দেখতে পাচ্ছি তাহলে সে আরো বেশি কষ্ট পেতো যতটানা সে তার রোগের কারনে পেত।

Roton Hossain
rotonhossain
135 Points

Popular Questions