Answered 2 years ago
রোববার, ১৬ অক্টোবর, বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেল সোময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকাররা দখল করে নেয়। এই কোম্পানির ৫টি ইউটিউব চ্যানেলের মধ্যে ৪টি চ্যানেল হ্যাকারদের দখলে।
আর Somoy TV হ্যাক হওয়ার বিষয়টি দুপুরের দিকে সবার নজরে আসে। হ্যাক হওয়ার পর সোময় টিভি সংস্থা এই চ্যানেলগুলো উদ্ধারের জন্য দীর্ঘ প্রচেষ্টা চালায়।
হ্যাক করার পর ইউটিউবে Somoy Tv লিখে সার্চ করলে Ethereum 2.0 নামটি চলে সামনে চলে আসছিল। আসলে, হ্যাকাররা এই চ্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার পরে, তারা Somoy Tv এর নাম পরিবর্তন করে Ethereum 2.0 করে।
হ্যাকাররা এই চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে এবং Somoy Tv কর্তৃপক্ষের কাছে ক্রিপ্টোকারেন্সিতে টাকা দাবি করেছে। হ্যাকার প্রতিটি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।
Nayeem Khan publisher