আজকে কি এমন দেখেছেন যা দেখে মনে হয়েছে, নিজের দেশের (বাংলাদেশ) সুনাম বিশ্ব দরবারে আবারও প্রতিষ্ঠিত হয়েছে?

1 Answers   8.7 K

Answered 2 years ago

যুক্তরাজ্যের বর্ষসেরা ডাক্তার (জিপি অব দ্যা ইয়ার) হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত কন্যা ডাঃ ফারজানা হুসেইন।বাংলাদেশ কে বিশ্বের কাছে আরও একবার পরিচয় করিয়ে দিয়েছেন ফারজানা হুসেইন।ডাঃ ফারজানা কে সম্মান জানাতে তাঁর ছবি টানানো হয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত পিকাডেলী বিলবোর্ড সহ বিভিন্ন জায়গার বিলবোর্ড গুলোতে।

ডাঃ ফারজানা হুসেইনের জন্য রইলা শ্রদ্ধা এবং শুভকামনা।


Omar
Omar
337 Points

Popular Questions