আজকে আপনি কি কবিতা পড়লেন ?

1 Answers   5.6 K

Answered 1 year ago

জমাট তুষারে চোখে ধাঁ ধাঁ লাগে সমতলে ঘোলা জল, পঙ্গপালেরা মেতেছে শস্যে, ওষুধের ফলাফল ভীষণ অল্প, মানুষ তাকায় ফিরে মানুষই কেবল রাত্রি জেগেছে উৎপাদনের তীরে | ডানহাত এসে বন্ধক দেয় পুরোনো কাঁসার থালা, গ্রামও রাত্রে যাত্রা শুনেছে ----- জরাসন্ধের পালা | যেটুকু অন্ন, দুচোখের জলে মিলে মিশে হয় শেষ, তীরে ভাঙাচোরা নৌকা রয়েছে চালক নিরুদ্দেশ | এই স্তব্ধতা দারুণ স্বচ্ছ ত্রিকাল বাজায় তাল পাহাড় চূড়ায় তুষারচর্বি গলবে আগামীকাল ---- এবং সুদূর পদার্পণের কথাও আগামীকাল | -মণিভূষণ ভট্টাচার্য্য
Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions