আজকাল স্মার্টফোনগুলোর ডিসপ্লে বড় হচ্ছে কেন? কেন ছোট ডিসপ্লের ভালো স্মার্টফোন তৈরী হচ্ছেনা?

1 Answers   10.1 K

Answered 2 years ago

গ্রাহকের চাহিদার কারণেই ধীরে ধীরে স্মার্টফোনের ডিসপ্লে বড় হচ্ছে। বড় ডিসপ্লের সুবিধা অনেক। ডিসপ্লে যত বড় হবে কোনো কন্টেন্ট দেখে আপনি তত বেশি উপভোগ করতে পারবেন। মাল্টিটাস্কিং করতে সুবিধা হবে, আরো ভালো স্প্লিট স্ক্রীন এক্সপেরিয়েন্স পাবেন, গেম গুলো আরো বেশি উপভোগ্য হবে। স্ক্রীন সাইজ বড় হওয়ার ফলে ফোনের মাঝে বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়। খেয়াল করলে দেখবেন ছোট সাইজ এর ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ সাধারণত কম হয়।

আবার ফোনের সাইজ বড় করলে ফোন কোম্পানিরও কিন্তু লাভ হয়। একই স্পেসিফিকেশনের ছোট আকারের ফোন তৈরিতে যে খরচ হয়, ফোনের সাইজ বড় করলে ফোন উৎপাদনের ব্যয় তার তুলনায় কমে যায়।

এত অসুবিধার পর কি কোম্পানি চাইবে ছোট ডিসপ্লের ফোন তৈরি করতে? তারা সব সময়ই চিন্তা করে কিভাবে বেশি লাভ করা যায় । যদি ছোট ডিসপ্লেযুক্ত ফোনের চাহিদা খুব বেশি থাকতো তাহলে সব কোম্পানিই ফোনের আকার ছোট করতো।

আর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সঠিক নয়। সাইজ এ ছোট কিন্তু ভালো ফোন কিন্তু কোম্পানিগুলো এখনও বানায়। Iphone 13 mini কিংবা Asus Zenfone 9 এর উদাহরণ।অ্যাপল বা স্যামসাং প্রতিবছর যে ফ্লাগশিপ সিরিজ রিলিজ করে সেখানে প্রতি বছরই সাইজ এ ছোট বা কমপ্যাক্ট ফোন থাকেই। তবে ছোট ফোনে কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হয় আর এধরনের ফোন আমাদের আশেপাশের মানুষ তেমন কিনে না। আর তারা ব্যাবহার করেন না বলেই আপনার মনে হচ্ছে এমন স্মার্টফোন বুঝি তৈরিই হচ্ছে না।

Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions