Answered 2 years ago
সবকিছুরই একটা মাত্রা আছে। ব্যক্তিগত মেসেজও অন্যকে দেখানো যায়। কিন্তু সেই মেসেজের গভীরতা কতখানি, কতটা ব্যক্তিগত বা আদৌ কাউকে দেখানোর মতো কিনা! এইসব বুঝেই না দেখানোর চিন্তাটা করতে হবে! এখন যার মেসেজ সে যদি এসব না বোঝে তাহলে কীভাবে হবে?
অনেকেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অনেক কনভারসেশনই তো বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে থাকে। কিন্তু কেউ লিমিট রেখে করে, আবার কেউ এসবের তোয়াক্কা না করেই সব শেয়ার করে দেয়। আমার কাছে ব্যক্তিগত'র সংজ্ঞা ঐটাই- যা মানুষ শেয়ার করে না। শেয়ার করলে তো আর সেটা ব্যক্তিগত থাকল না, তাই না? তবে এর পুরোটাই নির্ভর করছে ব্যক্তির ব্যক্তিতের উপর, মানসিকতার উপর। কেবল সংকীর্ণ মন-মানসিকতার কারণেই মানুষ এসব করে থাকে।
ব্যক্তিগত স্ক্রিনশট জনসম্মুখে তুলে ধরার ব্যাপারে আমি অবশ্যই পক্ষে না। ক্ষমতার অপব্যবহার করলেই তো আর সেটা নৈতিকতার মধ্যে পড়ে না। তবে আমি প্রযুক্তিকে দোষ দেব না এবং আমার সেই কমন উদাহরণটাও এখানে ছেড়ে দেব
sinjonkhan publisher