আচ্ছা ভারতের অনেক স্থান গরিব হয়েও কিভাবে অস্ত্র এত পরিমাণতাদের? আর কিভাবে চিনের মত উন্নত দেশের সাথে বিবাদের জড়াচ্ছে? তারা এত আধুনিক প্রযুক্তি কিভাবে পাচ্ছে?

1 Answers   5.9 K

Answered 2 years ago

আচ্ছা ভারতের অনেক স্থান গরিব হয়েও কিভাবে অস্ত্র এত পরিমাণতাদের?

ভারতের মানুষ গরিব কিন্তু সরকার গরিব নয়।ভারতের অধিকাংশ টাকা ক্যাপিটালিস্টদের হাতে।সাধারণ মানুষের হাতে টাকা কম।তাই ভারতের অনেক স্থান গরিব।

ভারতের যদি শত্রু না থাকত তাহলে আমার মনে হয় না এত অর্থ অস্ত্রের কেনার জন্য ব্যায় করত।নেহেরু মনে করতেন একটা দেশের সামরিক শক্তির কোন প্রয়োজন নেই।টাকা development এর জন্য খরচ করা প্রয়োজন।কিন্তু ১৯৬২ এর যুদ্ধের পর নেহেরুর এই চিন্তাধারা পাল্ট যায়।মূলত ১৯৬২ এর যুদ্ধে চিনের সাথে পরাজিত হওয়ার পর ভারত ডিফেন্স বাজেট বাড়াতে শুরু করে।ইন্দিরা গান্ধি শক্তিশালী ডিফেন্স ফোর্স তৈরি করেন।

আর কিভাবে চিনের মত উন্নত দেশের সাথে বিবাদের জড়াচ্ছে?

ভারত চি'নের সাথে বিবাদে জড়াচ্ছে না।এমনকি ভারতের পাকিস্তানের সাথে বিবাদে জড়ানোর পলিটিক্যাল উইল নেই।উল্টো চি'ন ই এগ্রেশন দেখাচ্ছে।অতীতের কংগ্রেস সরকার চি'নের ভয়ে LAC এর আগে পাশে কোন অবকাঠামো তৈরি করে নি।কিন্তু বিজেপি আসার পর অবকাঠামো নির্মান শুরু করে এবং অরুণচল, সিক্কিম এসব জায়গা বিভিন্ন মিসাইল ডিপ্লয় করে এতে চি'ন ক্ষুদ্ধ হয়।

তারা এত আধুনিক প্রযুক্তি কিভাবে পাচ্ছে?

ভারতের নিজস্ব DRDO এবং ISRO এর মত প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন মিসাইল ও মিলিটারি স্যাটেলাইট তৈরি করে।এছাড়া নিজস্ব ডিফেন্স হার্ডওয়্যার কোম্পানি আছে তারা সরবরাহ করে।আর যেগুলো নিজে তৈরি করতে পারে না সেগুলো রাশিয়া ও ইসরায়েল থেকে সংগ্রহ করে।সম্প্রতি ওয়েষ্ট থেকেও সংগ্রহ করছে।


Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions