আচ্ছা বেশিরভাগ মেয়েরাই ছেলেদের সাথে কথা বলতে চায় না এমন কোচিং-এর মেয়েদের সাথে বন্ধুত্ব করলে কি কোন সমস্যা হবে?

1 Answers   3.2 K

Answered 2 years ago

কে বলে মেয়েরা অবলা! তাঁরা যথেষ্ট সবলা। বেশিরভাগ ই এগিয়ে এসে বন্ধুত্ব করে না। তার নানাবিধ কারণে আছে। কোথাও থাকে সামাজিক চাপ।কোথাও থাকে ধর্মীয় চাপ। আবার নিজেরা আর্থিকভাবে কমজোরি হলে সহজে বন্ধুত্ব করতে এগিয়ে আসে না। যাঁরা এগিয়ে এসেছেন তাঁরা অনেক সময়েই ঠকেছেন।অনেক সময় Sex-racket এর ফাঁদে না বুঝে পা দিয়ে ফেলেছেন এবং জীবন দুর্বিসহ হয়েছে। সুতরাং তাঁদের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার আগে শতবার ভাবতে হয়। বন্ধুত্ব করতে গেলে উভয় তরফের মানবিক আবেদন থাকতে হবে।কামপূর্ণ-দৃষ্টি মেয়েরা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় থাকতে থাকতে পিঁড়িতে পর্যন্ত উঠতে পারে।সব সময়েই যে পিঁড়িতে উঠবে,তার কোনো মানে নাই।

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions