আগ্নেয়গিরি, শিল্পাঞ্চলীয় এলাকার বৃষ্টির পানি অত্যন্ত দূষিত হলেও কোরআনে কেন মেঘ থেকে বিশুদ্ধ পানি পাঠানো হয় লেখা হলো?

1 Answers   6.1 K

Answered 2 years ago

খুবই নিম্ন মানের প্রশ্ন। এড়িয়ে যাওয়ার মতও নয়। যাদের সময় নাই সরা সরি উত্তর অংশে চলে জান।

আমার মনে হয়, কিছু প্রশকর্তা ইচ্ছা করেই এরকম বিতর্কিত প্রশ্ন করেন।

১। হয় তারা বিতর্ক পছন্দ করেন।

২। আর নয়ত তারা টাকা পায়।

৩। অথবা ব্যাক্তিগত জীবনে মানুষের ওপর প্রভাব না রাখতে পারার হতাশা থেকে এমন করে।

সে যাই হোক, মহিলা কিংবা লোক, সে আরেকদিনের গল্প, আজ কথা বলব অল্প।

কোরআন শরীফ অবতীর্ন হবার কারন কি? কোন কোন সময় কেন কি কি আয়াত অবতীর্ন হয়েছিল?- এগুলি ভাল্ভাবে না জেনে, আবালের মত প্রশ্ন করে নাস্তিক বল্গার হওয়ার চেষ্টা করলেই ম্যাচিউর হওয়া যায় না। - আগে এটা বুঝেন।

উত্তরঃ মেঘ থেকে বিশুদ্ধ পানিও আসে, আবার মেঘ থেকে দূষিত পানিও আসে। এখন মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে কোনটা বলা উচিৎ? সেইটাই কোরাআনে বলা হয়েছে।

বিঃদ্রঃ আমি ক্লাস ৪-৫ এ থাকতে বাসা বদলের সময় বিছানার নিচে ১টা প্যাকেট পেয়েছিলাম। আমার বড় ভাই ও সাথে ছিল, আমি না বোঝার ভান করে ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ভাইয়া এটা কি? ভাইয়া উত্তর দিয়েছিল "বেলুন।" আমি কিন্তু জেনেও না বুঝার ভান করেছিলাম। আর অবাক হয়েছিলাম ভাইয়া জানতো না দেখে।

কিন্তু এখন আমি বুঝি ভাইয়া ঠিকই জানতো।

কোরআন শরীফে লেখা নাই মানেই যে ধরে নিচ্ছেন 'আল্লাহ জানতেন না, বিষয়টা হাস্যকর।' জানলেই যে সব জানাতে হবে, এমন কথা কি আল্লাহ আমাদের দিয়েছেন? আমাদের ভালোর জন্য যতটুকু দরকার সেটা থাকলেই যথেষ্ঠ নয় কি?

Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions