Answered 2 years ago
পদার্থের সংজ্ঞা হতে জানা যায় - যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাঁধা প্রদান করে, তাকে পদার্থ বলে। তাহলে এই বৈশিষ্ট্য গুলো আগুনের উপর প্রয়োগ করা যাক।
১. আগুন ওজনশূন্য
২. আগুন জায়গা দখল করে না
৩. আগুন বল প্রয়োগে বাঁধা দেয় না।
এ থেকে বলা যায়, আগুন পদার্থ নয়।
এবার দেখা যাক, আগুন গ্যাস কিনা -
আগুন মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। আগুন হলো বিভিন্ন উত্তপ্ত গ্যাসের মিশ্রন। যেমন : কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয়বাষ্প। এসব গ্যাসের মিশ্রন থেকেই তাপ ও আলো উৎপন্ন হয়।
renukarenu publisher