Answered 2 years ago
বি বি এ ডিগ্রী সব সময়েই থাকবে - আগামি একশত বছরের মধ্যে এর গুরুত্ব প্রচণ্ড রকম কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে এর জনপ্রিয়তা নিশ্চয়ই কমবে। বর্তমানে চাকরির বাজারে এখন যে দাম, সেটা থাকবে না। নতুন ধরনের career তৈরি হবে। সেরা দাম পাবে সেই সব career যে গুলো সফটওয়ার ভিত্তিক, যারা ভিন্ন এক complex জগতের সমস্যার সমাধান দিতে পারবে। ইঞ্জিনিয়ার, ডাক্তার দেরও খুব ভাল চাহিদা থাকবে। যারা একটা ভাল বি বি এ করবে তাদের সবসময় নিজেদের নতুন discipline-এ শর্ট কোর্স নিয়ে নিজেকে up-to-date করে নিতে হবে। শুধু সার্টিফিকেট দিয়ে কোন কাজ হবে না। অধিকাংশ বড় বড় organization এর CEO, COO, CFO বি বি এ ডিগ্রীধারীদের কাছ থেকে।
azim publisher