আগামী সপ্তাহে কক্সবাজার ঘুরতে যাবো পরিবার নিয়ে। কোন হোটেলে থাকাটা নিরাপদ এবং সাশ্রয়ী?

1 Answers   6.3 K

Answered 2 years ago

আসলে সেফ বলে এখন দেশে কিছু নেই, আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। এক পাঁচতারা হোটেলে ছিলাম চার বন্ধু মিলে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেংগে যায় রুমের বাহিরে হট্টগোল শুনে। দরজায় কান পেতে আর ফিশ-আই থেকে যতদূর দেখেছি তা হলো, বেশকিছু (১৫/২০ জন) রাজনৈতিক ছেলে পেলে মদ্যপ অবস্থায় করিডোরে রুমে রুমে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, আর কি সব বকাবকি করছে। আমাদের রুমেও বেল চেপেছে দরজায় বাড়ি মেরেছে, কিন্তু আমরা চুপ ছিলাম, চিন্তা করুন আমরা ৪ জন যুবক সবাই তখন ভয় আর দুশ্চিন্তায় ঠান্ডা হয়ে ছিলাম। তো স্বাভাবিক ভাবেই হোটেল কর্তৃপক্ষকে ফোন করে ব্যাপারটা আমরা তাদের জানাই, কিন্তু তারা কোন ব্যবস্থাই নেয় নি, এবং পুরো ঘটনাটাই (কে বা কারা কি করছিল) তাদের গোচরে ছিল। সুতরাং ভেবে দেখুন, একটা পাঁচতারা হোটেলের নিরাপত্তা ব্যবস্থা যদি এমন হয় তো ভালো নিরাপত্তা কোথায় আশাকরা যায়? চিন্তা করুন, কেউ যদি দরজা খুলত বা তারা যদি দরজা ভেংগে ভিতরে ঢুকে পড়ত তাহলে তারা কি করত?? অনেকেই নতুন দম্পতি বা সপরিবারে ছিলেন হোটেলে। এই তিক্ত অভিজ্ঞতার পর থেকে আমি আমার পরিবারকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরাফেরা করার চিন্তাও বাদ দিয়ে দিয়েছি। আসলে আগে এসব পত্রিকায় দেখেও বিশ্বাস করতাম না, তবে এখন করি। আর অনেকেই হয়ত ভাবে যে, এটি একটা বিছিন্ন ঘটনা আর নিজের সাথে হয়ত হবে না, কিন্তু, যদি হয় তখন??? আর প্রতিনিয়ত এরকম অঘটন ঘটছে, এর কিছু, খবরে এসেও পরে বাজনৈতিকে প্রভাবে হারিয়ে যায়, কিন্তু যে ভুক্তভোগী একমাত্র সেই হয়ত বুঝবে বা বাংলাদেশের পর্যটন স্থানগুলোতে বর্তমান নিরাপত্তার কি বাজে অবস্থা।

Cat Lover
cat.lover
137 Points

Popular Questions