Answered 2 years ago
বাংলাদেশে সাবজেক্ট স্পেসিফিক জব কমই।যে কোনো ধরনের ইন্জিনিয়ারিং এ পড়তে পারেন। । যেটাতে আপনার প্যাশন আপনাকে টানে। যে এনালিটিক্যাল থিঙ্কিং এবং ম্যাথে ভালো যে সিএসই নিতে পারে। আবার ইইই সবসময়ই অস্থির সাবজেক্ট যদি ইলেকট্রনিকস আপনার আগ্রহে থাকে। সিভিল অথবা আর্কিটেকচার বাদ যাবে ক্যান যদি শিক্ষার্থী ডিজাইনে ভালো হয়!!! মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আছেই তাদের জন্য যারা রিয়েল টাইম যন্ত্রাংশ নিয়ে কাজ করতে চায়।।। এছাড়া মেরিন ইন্জিনিয়ারিং, এরোস্পেস ইন্জিনিয়ারিং, কেমিক্যাল ইন্জিনিয়ারিং তো আছেই। মূলকথা হলো ইন্জিনিয়ারিং এর যে-কোনো সাবজেক্টে আপনি বস হয়ে যান, আপনার যোগ্য পজিশনে আপনি অর্জন করে নেবেনই ।। আগামী যে-কোনো সময়ে সব ইন্জিনিয়ারিং সাবজেক্টের ডিমান্ড থাকবে আর আপনার কন্ট্রিবিউশান সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করবে।
romzanreza publisher