আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে বিএনপি আসলে কি দেশ সুশাসন ফিরে আসবে?

1 Answers   13.1 K

Answered 1 year ago

অবশ্যই না! কেননা একটা কথা মনে রাখবেন মানুষ লাভ ছাড়া কিছুই করে না, এখন যে এত মিছিল,মিটং, জনসভা করতেছে মারামারি হানাহানি এত কষ্ট করতেছে। কিসের জন্য? লাভের জন্য। কিন্তু জনগণের কাছে তারা বলছে “তোমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তোমাদের শান্তির জন্য এই সরকারকে চলে যেতে হবে”। সব রাজনৈতিক দল চায় ক্ষমতা। আপনি আগের ইতিহাস দেখলে জানতে পারবেন, যেই সরকার ক্ষমতায় থাকবে মানুষ সেই সরকারের বদনাম করবে, খারাপ বলবে। এবং বলবে অন্য দল গুলো আসলে আরো ভালো থাকতে পারতাম। সব দল ই নিজের লাভের অংশটা রেখে জনগণের জন্য কাজ করেছে, কেউ অল্প কেউ বেশি। সংসদ থেকে ১০কোটি টাকা বরাদ্দ দিলে তা গ্রামে এসে ১কোটি টাকা কেন হয়? সরকারি বিভিন্ন পদে থাকা লোকজন তাদের চাহিদা পূরণ করে বাকি টাকা তার নিচের পদে পাঠায়, আবার সে তার চাহিদা পূরণ করে তার নিচের পদে থাকা বড় সাহেবের কাছে পাঠায় এই ১০কোটি থেকে ১কোটি হয়। এক কর্মকাণ্ডের ১০০% দোষ সরকার প্রধান কে দিতে পারবেন না। বিভিন্ন পদে থাকা মানুষগুলোই আসলে প্রকৃত খারাপ। এখানে সরকার প্রধানদের তদন্নে আর শাসনের গাফেলতিও রয়েছে। সব রাজনৈতিক দলের মুল উদ্দেশ্য অনেকটা একই। আপনি ভালো তো জগৎ ভালো। আবার অন্য দল আসলে তাদের উপর জুলুম নির্যাতন করবে, প্রতিশোধ নিবে। মাঝখানে ক্ষতি হবে সাধারণ পাবলিকের।
Rasel Rana
raselrana343
383 Points

Popular Questions