Answered 2 years ago
হাঁ কিছুটা তো করছেl
সমাজ এর আঘোষিত নিয়ম নিজের কাজ উদ্ধারের জন্য বড় শক্তিশালী দের তাঁবেদারি করতে হয় l আওয়ামীলীগ সরকার বাংলাদেশের উন্নতির করার জন্যে বদ্ধপরিকর l তার জন্য যদি ভারত এর তাঁবেদারি করতে হয় তা তারা করবে l
উদাহরণ l
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশী লোকেরা তো খুব লাফালাফি করছে l কেউ কেউ বাংলাদেশ কে ভবিষ্যতে পারমাণবিক শক্তি ধর ও হবার স্বপ্ন দেখছে l ওই নিয়ে কাল একটা নিউজ পড়লাম l রাশিয়ার একটা জাহাজ ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনেক প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে বাংলাদেশের বন্দর এ আসে l কিন্তু ওই জাহাজ টি কআমেরিকান দের নিষেধাজ্ঞা এর মধ্যে রয়েছে l ওই জাহাজ টিকে বাংলাদেশী বন্দর এ ঢুকতে দিলেই বাংলাদেশী বন্দর ও আমেরিকার নিষেধাজ্ঞা এর মধ্যে পড়বে l তাতে বাংলাদেশের লাখ লাখ কোটি টাকার আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে l আবার জাহাজ টি ফেরত চলে গেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর ভবিষ্যত ও অন্ধকার হয়ে যাবে l ওই পারমাণবিক কেন্দ্রে বাংলাদেশ যে কোটি কোটি টাকা খরচ করেছে তাও জলে যাবার সম্ভাবনা l কারণ বাংলাদেশের এত ক্ষমতা নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো বোঝাপড়া করতে পারে আবার আগামী পাঁচ থেকে আট বছর নিষেধাজ্ঞা ওঠার কোনো সম্ভাবনা নেই l
chamok publisher