আওয়ামীলীগ এদেশে পদ্মাসেতু, মেট্রোরেল, প্রাইমারি স্কুল, বিশুদ্ধ পানি, কৃষকের স্বল্পমূল্যে সার, লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। তারপরেও অনেকে আ'লীগকে সহ্য করতে পারে না কেন?
0
0
1 Answers
6.9 K
0
Answered
1 year ago
আমার আগের একটা উত্তর দেখে এইটার জন্যে অনুরোধ করা হয়েছে, মেইবি।😁😁
আমার নিজের আওয়ামিলীগ বা এর ডালপালা (ছাত্রলীগ বা অন্যান্যলীগ) নিয়ে যতটুকু অভিজ্ঞতা আছে তার আলোকে মতামত বলে যাব।
০১) প্রথমে আমার ইউনিয়নের কথা দিয়ে শুরু করি। আমার বাড়ির কাছ মাঝারি সাইজের একটা বাজার ছিল। প্রতি সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার দুইদিন বাজার হত। বাজারে হাজারের মত মানুষ জমা হত, এমনকি বাজারের পাশে একটা স্কুল আছে। কিন্তু সমস্যা কি জানেন? এই বাজার পর্যন্ত রাস্তা পাঁকা করে দেওয়া হয় নি। রাস্তার জন্যে গ্রামের সিনিয়ররা খবর নিলে দেখা যায় রাস্তা পাকা হয়ে গেছে। অথচ রাস্তা পাকা করে দেওয়া হয় নি। এরপর আমি ও আমার ফ্রেন্ডরা এই বিষয়টা নিয়ে লেখালেখি করলে লীগের উপরের মহল আমাদের হুমকি দেওয়া হয়। তাছাড়া এলাকার ছাত্রলীগের তেলবাজ পাতিনেতারাও ঝামেলা করা শুরু করে। এইসব কীটরা এমনভাবে বিহেভ করেছিল যেন আমরা সবাই তাদের গোলাম। ফেসবুকের এখনো সেইসব পোস্ট রয়েছে, অনলি মি করে রেখেছি ভবিষ্যতে দেখার জন্যে।
এখানে দুইটা জিনিস দেখেন, প্রথমত দুর্নীতি। রাস্তার টাকা কে মেরে দিল। আর এই দুর্নীতি কারা করছে? নিশ্চয় লীগের সদস্যরাই। আর এই যে গ্রামের পাতিনেতারা ভবিষ্যতে মেম্বার চেয়ারম্যান হবে তখন কি হবে সেটাই চিন্তার বিষয়।
দ্বিতীয় যে জিনিসটা দেখেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে বাকস্বাধীনতা একটা কথা নাম উল্লেখ আছে। কিন্তু আমরা কি সেটা পেলাম? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উলটো জীবনের হুমকি পেলাম।
এটা গেল একেবারে তৃণমূলের অবস্থা।
০২) এখন উপরের মহলের দিকে তাকান। তাহলে আওয়ামীলীগে মধ্যে প্রকৃত নেতা খুজলে ০.১% পাবেন। বাকি সব চোর, বাটপার, দুর্নীতিবাজ, তেলবাজ এইসবে ভর্তি। মাঝেমধ্যে একেকজন নেতার বক্তব্য শুনলে মনে হয়, এদের জাতীয় সংসদে না রেখে পাবনায় পাগলাগারদে রাখা উচিত। তাছাড়া এই দেশে আওয়ামীলীগের সদস্যের সঠিক বিচার হয় না। আর জেলখানা যেন এদের শ্বশুরবাড়ি। মুলকথা দেশে চুরি,বাটপারি, দুর্নীতি করতে আওয়ামিলীগের সদস্যরা যতটা সুযোগ পায় ততটা অন্যরা পায় না। কারণ কি?
০৩) এখন আসেন শিক্ষা ক্ষেত্রে, আওয়ামিলীগ শিক্ষাকে একেবারে হাতের মুয়া বানিয়ে দিয়েছে। আমার ব্যাচে সাইন্সের যে ছাত্র ইংরেজিতে সাইন্স বানান করতে পারত না সে এইচএসসি পাশ করে ফেলেছে!!! শুধু তাই নয়, প্রাইমারি স্কুলে কিছু অশিক্ষিতদের (শিক্ষা কি আগে জানেন) শিক্ষক বানিয়ে রেখেছে যারা সারাদিন অফিসে সংসারের গল্প নিয়ে বসে থাকে। সারাদিনে বাচ্চাদের একটা সাব্জেক্ট পড়ানো হয় না।এটা আমি নিজের চোখেই অনেক স্কুলে দেখেছি। তাই অনেক অবিভাবক তাদের ছেলেমেয়েদের প্রাইভেটে পড়াচ্ছেন। এর জন্যে কে দায়ী?
আর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জন্যে মাশাল্লাহ ছাত্রলীগের ভালোই নাম আছে। এই যে ধরেন আবরার হত্যা। যারা তাকে হত্যা করেছে তারা আগে থাকে জানত যে আওয়ামিলীগ যেভাবে হোক তাদের প্রটেক্ট করবে তাই এত সাহস পাইছে। এটার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট বিদেশে চলে যায়। এইসবের জন্যে কে দায়ী?
আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে গবেষণা না করিয়ে, ক্লাস না করিয়ে, রাজনীতির তেল তৈরী। এইসবের জন্যে কে দায়ী?
০৪)কৃষকদের সার দিলেই কি হয়? আপনি যদি কৃষি কাজ করতেন তাহলে বুঝার কথা। আমি কৃষি কাজ করেছি গ্রামে থাকতে। ভাইরে, সকাল ফজরে উঠে সারাদিন রৌদ্রের মধ্যে গরু নিয়ে বা ট্রাক্টর দিয়ে হাল দেওয়া, এরপরে কুদাল দিয়ে মাটি উপড়ানো, ঘাস উপড়ানো, আলি বপন করা, শ্রমিকেফ দেখাশোনা আর ধান কাটা, বীজ কিনা, কীটনাশক ঔষধ কিনা ইত্যাদি ইত্যাদি কাছে সার স্বল্পমূল্য রাখা কিছুই না। তাছাড়া ধানের মুল্য কম। যারজন্যে অনেক কৃষকই কৃষি কাজে অনুৎসাহী। শুধু সার দিলেই উন্নয়ন হয় না।
০৫) রোহিঙ্গা জনগোষ্ঠীকে জায়গা দিয়ে দেশে একটা জঙ্গী তৈরী করেছে। আর বিদেশি অনুধান মেরে খাচ্ছে।দিনশেষে এরা দেশের অভিশাপ। 😁😁
০৬) চিকিৎসা বলে আরেকটা জিনিস আছে যেটা বাংলাদেশের নাই বললে চলে, সরকারি হসপিটালের গেলে রোগীর থাকা-খাওয়া দেখলে বুঝা যায় আমরা কতটা উন্নত?
এখন আসি উপসংহারে, আওয়ামীলীগের উপর থেকে নিচ পর্যন্ত পদে পদে দুর্নীতি, তেলবাজি আর সন্ত্রাসী আচরণ মানুষের ভালো লাগে না। তাছাড়া বঙ্গবন্ধুকে অতিরিক্ত প্রচার করতে করতে মানুষ এখন শুধু আওয়ামীলীগ, না বঙ্গবন্ধুর নাম শুনতে বিরক্তবোধ করে।(এটা আমি নিজে দেখেছি)
আর বাইরের দেশের দিকে তাকালে আওয়ামিলীগ যেভাবে দাবি করে তার ৫০% বাস্তবায়ন করে নি, এটা মানুষ ধীরে ধীরে জেনে যাচ্ছে তাই আওয়ামীকে পছন্দ করে না।
পদ্মাসেতু, মেট্রোরেল আর স্বল্প মুল্যের সার কিছুই না ব্রো!!! দেশে যে হারে ট্যাক্স বা আয় হয় তা যদি প্রপার্লি ইউস করা হতো তাহলে আমরা এতদিনে জাপান থেকে এগিয়ে যেতাম।।।
বিঃদ্রঃ আমিও আগামী বছর দেশ ছেড়ে বিদেশে পড়াশোনার জন্য চলে যাব। জীবনের নিরাপত্তা,বাক-স্বাধিনতা,উন্নত শিক্ষা ও চিকিৎসা বলে একটা জিনিস আছে।
এত কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ 💗
nirobkhan publisher