Answered 2 years ago
আবার সেই আইসিসি চুর জাতীয় কথাবার্তা। এই নিয়ে অনেক বার মন্তব্য করেছি কোরাতে, আর কিছু লিখতে চাইনা। আপনাদের মনে ভারত চুরি করে ম্যাচ জেতে এই বিষয়টি গেঁথে রয়েছে।
যাইহোক আজকের ম্যাচ জেতার জন্য অভিনন্দন আপনাদের। মিরাজ - সাকিব- লিটন চমৎকার খেলেছে। যদিও এই টার্গেটে ম্যাচটি আরো তাড়াতাড়ি চেজ করা যেত।
পরাজয়ে দুঃখ পেলেও। আমি ভারতের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি। এই অনভিজ্ঞ বোলিং নিয়ে ছোট টার্গেটে তাঁরা যেভাবে ম্যাচটিকে ধরে রেখেছিল সেটি প্রশংসনীয়। প্রায় জিতিয়ে দিয়েছিল, যদি না মিরাজের দুটি সহজ ক্যাচ ভারতীয় ফিল্ডাররা মাটিতে ফেলত। শেষে নিজেদের নার্ভ ধরে রাখতে পারেনি। বোর্ডে আর একটু রান থাকলে তাঁরা নিশ্চয় সফল হতো।
ভারতীয় দলের উপর ভরসা আছে তাঁরা পরের দুটিতে ঘুরে দাঁড়াবে।
আপনাদের বোলিং খুবই ভালো ব্যাটিং আরো ভালো করতে হবে। প্রত্যেক বার কোহলি- রোহিত- ধাওয়ানরা ব্যর্থ হবেনা।
abujahid publisher