আইসল্যান্ড প্রায় সারা বছর বরফে ঢাকা সত্ত্বেও এতো উন্নত কেন?

1 Answers   10.8 K

Answered 3 years ago

আইসল্যান্ড নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা মনে করি আইসল্যান্ড সম্ভবত এন্টার্কটিকা এর মত বরফে ঢাকা! আসলে তা নয়।আইসল্যান্ড আসলে কেমন তা বুঝতে হলে এর সাথে গ্রিনল্যান্ড এর তুলনা করতে হবে। কি ভাবছেন ? গ্রিনল্যান্ড মানে পুরো দেশটা সবুজে ঢাকা আর আইসল্যান্ড বরফে ঢাকা ? তাহলে আপনার ধারণা ভুল। আইসল্যান্ড এর মাত্র ১১% সারা বছর বরফ থাকে। আর গ্রিনল্যান্ডের ৮০% বরফের নিচে থাকে সারা বছর। তারমানে আইসল্যান্ড বরফের দেশ নয়। তবে শীতের সময় বড় একটা অংশ বরফে ঢাকা থাকে। আপনার প্রশ্ন ছিল আইসল্যান্ড এতো ধনী কিভাবে ? আইসল্যান্ড-এর আয়তন বাংলাদেশের তিন ভাগের ২ ভাগ। মানে ১ লক্ষ বর্গ কিলোমিটারের একটু বেশী। এতো বড় এই দেশে জনসংখ্যা মাত্র সাড়ে তিন লাখ। ঢাকার ফার্মগেট ওভার ব্রিজের চারদিকে তাকালে হয়তো এর চেয়ে বেশী মানুষ দেখবেন হা হা হা । বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের জনসংখ্যাও আইসল্যান্ড এর দিগুন। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার জনসংখ্যা আইসল্যান্ড এর ৩-৪ গুন। আইসল্যান্ড প্রধান আয় হয় মাছ শিকার থেকে। জিডিপির ৪০% আসে মাছ থেকে। চাষ নয় সাগরের মাছ। তারপরে অন্যতম ব্যবসা এলুমিনিয়াম ৩৮%। টুরিজম থেকে প্রচুর আয় করে তারা যা জিডিপির প্রায় ১০%। এতো বড় দেশের এতো কম জনসংখ্যা তাই ধনী না হয়ে উপায় আছে ?
xShek Tonmoyx
xshektonmoyx
126 Points

Popular Questions